Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে মোটরসাইকেল র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২১:২৯

মোটরসাইকেল র‍্যালি। ছবি: সারাবাংলা

কুমিল্লা: কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বিশাল মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে সোয়াগাজী হয়ে আলেখারচর বিশ্বরোড প্রদক্ষিণ করে পুনরায় পদুয়ারা বাজার বিশ্বরোডে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক টিপু চৌধুরী, ফখরুল ইসলাম মিঠুসহ সংগঠনের নেতৃবৃন্দ। এতে কয়েক হাজার মোটরসাইকেল অংশ নেয়, যা মহাসড়কে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

নেতারা বলেন, ‘কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য প্রশাসনিক সব সুযোগ-সুবিধা ও অবকাঠামো প্রস্তুত রয়েছে। তাই আর দেরি না করে অবিলম্বে কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।’

বিজ্ঞাপন

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হোক।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘আমরা চাই কুমিল্লা বিভাগ, মিল্লা জিল্লা কুমিল্লা’-শ্লোগানে সারা মহাসড়ক মুখরিত করে তোলেন। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর