কুষ্টিয়া: বাউল শিরোমণি ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এক ভিডিওবার্তায় রাষ্ট্রীয়ভাবে এ উৎসবের শুভ উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, ‘লালন সংগীত অত্যন্ত উচ্চমাত্রার সংগীত, এটার দার্শনিক মূল্য আছে, বাণীর মূল্য আছে, এটার রাজনৈতিক মূল্যও আছে। সবচেয়ে বড় কথা মানবতার দিক থেকে মূল্য আছে। আমরা মনে করেছি এবারই সুযোগ ফকির লালন সাঁইকে সাধারণ মানুষের পক্ষ থেকে জাতীয় দিবসে পরিণত করা। লালনের গান সংরক্ষণ করা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য।’
উপদেষ্টা আরও বলেন, ‘আমি মনে করি লালন সংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া জরুরি। আন্তর্জাতিকভাবে আমরা অনেক সাধকের কথা জানি কিন্তু লালন শাহের কথা অনেকেই জানেন না। আমরা চাই লালনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালি, বিশিষ্ট চিন্তক ও গবেষক ফরহাদ মজহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।