Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ, স্বচ্ছ তদন্তের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ২১:২৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০০:০৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশজুড়ে অগ্নিকাণ্ডের ধারাবাহিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি স্বচ্ছ তদন্তের আহ্বান জানান।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, ‘ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার দোয়া রইল এবং আমি আশা করি, সবাই নিরাপদে আছেন।’

ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্টদের সাহসী ভূমিকার প্রশংসা করে তারেক রহমান লেখেন, ‘জনসেবার প্রতি সত্যিকারের নিষ্ঠা প্রদর্শন করে দ্রুত এবং সাহসের সঙ্গে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও অন্যদের আমি ধন্যবাদ জানাই।’

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে আগুন লাগার ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘মিরপুর, চট্টগ্রাম ইপিজেডসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা জরুরি।’

উল্লেখ্য, শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণে আসেনি। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে, যা টানা ১৭ ঘণ্টা জ্বলার পর নিয়ন্ত্রণে আসে। একই রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সুতার মিলে আগুনে কোটি টাকার ক্ষতি হয়। এ ছাড়া ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনে ১৬ জন প্রাণ হারান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর