লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকাণ্ডে মালামালসহ ১০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রোববার (১৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার স্লুইস গেট এলাকার আলী আহম্মদ মিয়ার বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই বাজারের কাপড়, মুদি ও ওষুধের দোকানসহ ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, ‘আমরা সর্বহারা হয়ে গেছি। আমাদের আর কিছুই রইল না। আমাদের একমাত্র আয়ের উৎস দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।’
রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) খোকন মজুমদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।