ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা ও শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে তার কাছে প্রাইভেট পড়ুয়া ছাত্রী বর্ষা পছন্দ করত। এ কারণে বর্ষার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় জোবায়েদকে হত্যা করে প্রেমিক মাহির রহমান।
সোমবার (২০ অক্টোবর) বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বর্ষার সাবেক প্রেমিক মাহির রহমানের সঙ্গে ক্লাস ফোর থেকে ৯ বছরের সম্পর্ক ছিল। দুজনই ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে বড় হয়েছেন। তবে কিছুদিন আগে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং সম্পর্ক ভেঙে যায়। তবে বর্ষার সঙ্গে জোবায়েদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না।
ওসি রফিকুল ইসলাম বলেন, বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকে জানিয়েছিল যে, সে জোবায়েদকে পছন্দ করে, যদিও জোবায়েদকে তা এখনো জানানো হয়নি। এ কথা শুনে মাহির রাগে ক্ষোভে তার বন্ধুদের নিয়ে পরিকল্পিতভাবে জোবায়েদকে খুন করে। প্রেমের জটিলতা থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এসময় ওসিকে জোবাইদার বন্ধুর সাথে ছাত্রী বর্ষার পরিচয় কিভাবে এটা জিজ্ঞাসা করলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, বর্ষার সাথে জুবায়েদের বন্ধু সৈকতের পরিচয় হয় ফেসবুকে। এছাড়া অন্য কোন মাধ্যমে তাদের কথা হতো না। বা অন্য কোন সম্পর্কও ছিলো না। যেহেতু সৈকত জুবায়েদের বন্ধু ছিলো এজন্য জুবায়েদের মৃত্যুর খবর দিয়ে সৈকতকে মেসেজ করে বর্ষা।
তিনি আরও বলেন, বর্ষাকে জিজ্ঞাসাবাদে দেখা গেছে, তিনি খুবই ঠান্ডা মেজাজে ছিলেন, কোনো অনুশোচনা বা ভয়ের লক্ষণ দেখা যায়নি। খুব দ্রুত আমরা পুরো বিষয়টি তদন্ত করে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এই ঘটনায় জুবায়েদের ছাত্রী বর্ষাকে গতকাল রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করে পুলিশ।
এদিকে, বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের ছাত্রী এবং বয়ফ্রেন্ড মাহির রাজধানীর বোরহানউদ্দিন কলেজে উন্মুক্ততে পড়াশোনা করে। তারা একই এলাকায় বসবাস করে।
নিহত জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।
প্রসঙ্গত, রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করলে তিনি ৩ তলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।