Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ২২:৫৯

দুদকের অভিযান।

নোয়াখালী: আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট শাখা ও সেনবাগ শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় দুদকের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী এবং কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস উপস্থিত থেকে ব্যাংকের বিভিন্ন নথিপত্র ও ঋণ সংক্রান্ত নথি যাচাই করেন।

দুদক সূত্রে জানা যায়, দত্তেরহাট শাখার সাবেক ব্যবস্থাপক মো. আলমগীর দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে ঋণ প্রদর্শন করে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে সেনবাগ শাখায় যোগদানের পর আরও ৪২ জন ভুয়া সুবিধাভোগীর নামে ঋণ দেখিয়ে প্রায় এক কোটি ৪১ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যবস্থাপক আলমগীর আগেই শাখা অফিস ত্যাগ করে পালিয়ে যান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘প্রাথমিক তদন্তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ওই কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য ও নথিপত্র আইনিব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর