Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপাবলি উৎসবে মুখর সিলেট, সুরমার জলে ভাসছে শত শত প্রদীপ

জুলফিকার তাজুল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:৩০

অনেকে মৃত স্বজনদের স্মরণে প্রদীপ ভাসিয়েছেন পানিতে। ছবি: সারাবাংলা

সিলেট: আলোর উৎসব দীপাবলিতে আলোকিত হয়ে উঠেছে সিলেট। শহরের অলিগলি, বাড়ির বারান্দা থেকে শুরু করে সুরমা নদীর ঘাট পর্যন্ত জ্বলে উঠেছে হাজারো প্রদীপের আলো। সন্ধ্যা নামতেই চাদনীঘাটে ভিড় জমে উৎসবপ্রেমীদের; অনেকে মৃত স্বজনদের স্মরণে প্রদীপ জ্বালিয়ে নদীতে প্রদীপ ভাসাচ্ছেন পানিতে, কেউ আবার মোমবাতি জালিয়ে ঘর সাজাচ্ছেন আলোয়।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি। তাদের বিশ্বাস, দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করতে দেবী শ্যামা বা মা কালী পৃথিবীতে আবির্ভূত হন।

সিলেট নগরের মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, জল্লারপার, কাজলশাহ, তালতলা, ভাতালিয়া, কালীঘাট, জামতলা, গোপালটিলা, সেনপাড়া, ব্রাহ্মণপাড়া, ঝালোপাড়াসহ বিভিন্ন এলাকায় এবারও শ্যামাপূজায় ব্যাপক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

সরেজমিন দেখা যায়, শিশুরা হাতে পটকা ও আতশবাজি নিয়ে দৌড়াচ্ছে, তরুণরা সেলফিতে বন্দি করছে রঙিন মুহূর্ত, আর বয়স্করা মগ্ন প্রার্থনায়। কোথাও বাজছে ভক্তিমূলক সংগীত, কোথাও আবার শোনা যাচ্ছে হাসির ঝিলিক—পুরো শহর যেন উৎসবে একাকার।

শহরের উপকণ্ঠ থেকে আগত মিতা রায় বললেন, ‘প্রতিবছরই এই সময়ের অপেক্ষায় থাকি। নদীতে প্রদীপ ভাসানো শুধু আনন্দ নয়, এটা আমাদের পূর্বপুরুষদের স্মরণ। আমরা চাই অন্ধকার সরে গিয়ে জীবনের প্রতিটি কোণে আলো ছড়িয়ে পড়ুক।’

আরেক তরুণ অনিক দত্ত জানালেন, ‘চাদনীঘাটের দীপাবলি এখন সিলেটের প্রাণের উৎসব। বন্ধুদের সঙ্গে এসে প্রদীপ জ্বালানো, নদীর পাশে বসে থাকা—এসব মুহূর্ত যেন মনের ভেতর শান্তির ঢেউ তোলে।’

রাত বাড়ার সঙ্গে সঙ্গে রঙিন ফানুসে ভরে ওঠে আকাশ। কেউ নদীতে প্রদীপ ভাসাচ্ছে, কেউ বারান্দায় মোমবাতি জ্বেলে প্রার্থনা করছে। শহরের প্রতিটি কোণ যেন বলছে—অন্ধকার নয়, আলোই জীবনের প্রতীক।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সংগঠক সুমিত চৌধুরী বলেন, ‘দীপাবলি মানে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। এই আলোর বার্তা যেন সবার মনে জেগে থাকে—মানুষ হোক মানবিক, জীবন হোক শান্তিতে ভরা।’ ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে অনেকেই আজকের উৎসবে অংশ নিয়েছেন। কেউ মিষ্টি বিলিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভ কামনার বার্তা ছড়িয়েছেন।

নগর পুলিশের বিশেষ টহল ছিল পুরো সন্ধ্যাজুড়ে, যাতে উৎসব নির্বিঘ্নে শেষ হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হওয়ায় শহরজুড়ে স্বস্তির আমেজ।

তরুণী ঝর্না রায় বললেন, ‘এই দীপাবলির আলো শুধু শহর আলোকিত করে না, আমাদের মনকেও ছুঁয়ে যায়। চাই, এই আলোয় ভরে উঠুক মানবতা আর ভালোবাসা।’

সুরমার ঢেউ, আকাশের ফানুস আর প্রদীপের নরম আলো—সব মিলিয়ে সিলেটের দীপাবলি হয়ে উঠেছে এক মোহনীয় উৎসব, যেখানে আলো মানে শুধু উৎসব নয়, বরং আশার প্রতীক।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর