Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৭:৫৯

শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বগুড়া: বগুড়ার আদমদীঘিতে নসরতপুর মহিলা সমাজ উন্নয়ন সংস্থার (এনএসডিএস) আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ছাতিনগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে ‘উন্নয়নে শিক্ষা’ প্রকল্প বাস্তবায়নে সংস্থাটি এই আয়োজন করে।

বিদ্যালয়ের সভাপতি জান্নাতুন ফেরদৌসীর সভাপতিত্বে ও এনএসডিএসের মহাসচিব আব্দুল আলীমের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাতিনগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলাবিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার সোহান পারভেজ, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, ছাতিনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রাব্বানী হাসান, উপজেলা স্কাউটসের সম্পাদক সাইফুল ইসলাম, স্কাউটস লিডার মকছেদ আলী ও কাব লিডার নূর জাহান প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ৯টি ইভেন্টে ১৫০ জন শিক্ষাথীকে পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর