খুলনা: বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের মাধ্যমে একটি চক্র পরিকল্পিত নাশকতা করছে। যা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বর্তমান সরকার।
বুধবার (২২ অক্টোবর) বিকালে খুলনার রূপসা উপজেলা যুবদল আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে উপজেলাভিত্তিক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী জুলাইযোদ্ধাদের সঙ্গে প্রতারণা করেছে। তারা পিআর পদ্ধতির দাবিতে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলেও অবশেষে এনসিপির সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করেছে। আগামী নির্বাচনেও তারা এনসিপিকে বাদ দিয়েই নির্বাচনে অংশ নেবে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে খুলনা-৪ আসনে সুপেয় পানি, আধুনিক রাস্তাঘাট, অত্যাধূনিক হাসপাতাল এবং জনসাধারণের জানমালের নিশ্চয়তা বিধান করা হবে। বিএনপি বিগত সময়ে দেশ পরিচালনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে দেশকে বিশ্বের বুকে উন্নত এবং সমৃদ্ধশালী দেশে রুপান্তরিত করা হবে।’
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ বক্তার বক্তৃতা দেন খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।
বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক।
রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল মীরের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, মোল্যা এনামুল কবীর, আনিসুর রহমান বিশ্বাস, রিয়াজুল ইসলাম, এম এ সালাম, আছাফুর রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল কাফি সখা, গোলাম মোস্তফা তুহিন, আলমগীর হোসেন লালন প্রমুখ।