Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১১:২৩

প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে অটো চালক ফাহিম মিয়া (৩০)।

নিহতের স্বজনরা জানান, রাতে ইজিবাইকে করে তারা তিনজন মাধবদীর থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকটি মহাসড়ক পাড় হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতির বাসটি ইজিকাইককে চাপা দেয়। এ সময় দুইজন ঘটনাস্থলে নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান আরও একজন।

বিজ্ঞাপন

ইটাখোলা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, দ্রুত গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন বাসের চালক ও সহযোগী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর