Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৮:০৪

নিহত রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন। ছবি: সংগৃহীত

বরিশাল: ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকন (৬২) নিহত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের নলবুনিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবুল খায়ের রাসেল জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় নাসিম আকনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন জানান, নাসিম আকন দুপুরে নলবুনিয়া এলাকায় একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেল চালক শহিদুল ইসলামের সঙ্গে রাজাপুরে ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় আঘাত পেয়ে ডোবায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক বলেন, সংযোগ সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় মোটরসাইকেলটিকে দ্রুতগামী বাসটি ধাক্কা দেয়। এতে নাসিম আকন গুরুতর আহত হয়ে মারা যান। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। দুর্ঘটনাকবলিত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে বিএনপি নেতা নাসিম আকনের মৃত্যুর খবরে পুরো রাজাপুর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, স্থানীয় জনগণ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ২৫ জানুয়ারি রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর