ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংবিধান পরিবর্তনের আগ পর্যন্ত বর্তমান সংবিধানই অনুসরণ করতে হবে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বিএমএ ভবনে মাকাম সুফি ঐতিহ্য কেন্দ্র আয়োজিত ‘মাজার সংস্কৃতি—সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রের কাঠামোর মধ্য দিয়েই সুফিদের অধিকার আদায় করতে হবে—কোনো রাজনৈতিক দলের কাছ থেকে নয়।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের রাষ্ট্রে এখনো অনেক সাংবিধানিক জটিলতা রয়েছে, যার প্রভাব পড়ে সামাজিক সম্প্রীতির ওপরেও। মাজারে আক্রমণের মতো ঘটনা তারই প্রতিফলন। তাই কারও ওপর আক্রমণ নয়—সবার অধিকার নিশ্চিত করাই আধুনিক রাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত।’
সুফি সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশে ৩০০ আসনে গডফাদার আছে। ভালো কোনো সংসদ সদস্য সিস্টেমের মধ্যে দিয়ে আসেন না। তাই তাদের কাছে কখনো সিজদা দেবেন না। নিরাপত্তা বা রাজনীতির নামে একবার বিক্রি হয়ে গেলে সারাজীবন গোলামি করতে হবে। কোনো রাজনৈতিক দলের কাছেও নিজেদের বিকিয়ে দেবেন না।’
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তরুণদের রক্তের বিনিময়ে দেশের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। এখন রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়েই নিজেদের অধিকার বুঝে নিতে হবে। কারণ, রাষ্ট্রের অংশ আপনি, আপনিও কর দেন—তাই রাষ্ট্রের কাছে জবাব চাইবার অধিকার আপনার আছে।’
জুলাই সনদ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং বাস্তবায়নের জন্য আদেশ জারি করতে হবে। সেই আদেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সই থাকা প্রয়োজন। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না হলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, দেশও সংকটে পড়বে।’
একইসঙ্গে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি রাষ্ট্রের সরাসরি সম্পর্ক স্থাপনের বিরোধিতা করে তিনি বলেন, ‘ভারত আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখেছিল, বাংলাদেশের রাষ্ট্রের সঙ্গে নয়। এখন পাকিস্তানও নতুন করে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। আমরা চাই—রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হোক, পার্টির সঙ্গে নয়।’
শেষে তিনি বলেন, ‘সুফি সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক ভূমিকা অবহেলিত থাকায় কওমি ধারার শক্তিগুলো মাঠ দখল করছে। এখন সময় এসেছে সুফিরা নিজেদের অবস্থান স্পষ্ট করবে—কোনো দল নয়, রাষ্ট্রের কাছেই নিজের অধিকার চাইবে।’