বাগেরহাট: বাগেরহাটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হানিফ হাওলাদার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বাবা আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
হানিফ হাওলাদার বাগেরহাট শহরের স্টেডিয়াম এলাকার বাসিন্দা আলম হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন হানিফ। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হলেও জ্বর না কমায় বুধবার বাগেরহাট জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।
রক্তে প্লাটিলেটের সংখ্যা বিপজ্জনকভাবে কমে ২৬ হাজারের নিচে নেমে এলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে নিউ লাইফ হাসপাতালে দুই দিন আইসিইউতে থাকার পর শনিবার সকালে তিনি মারা যান।
বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘হানিফ হাওলাদার জ্বর নিয়ে হাসপাতালে এসেছিলেন। রক্ত পরীক্ষায় প্লাটিলেট খুব কম পাওয়া যায়। আমরা তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত তাকে আর বাঁচানো যায়নি।’