Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর চিড়িয়াখানায় মিনি ট্রেনের চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২২:০৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ২৩:২৩

রংপুর: রংপুর চিড়িয়াখানার শিশু পার্কে মিনি ট্রেনের চাপায় আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে চিড়িয়াখানার অস্থায়ী বিনোদন এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে শিশুটি নিচে পড়ে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও পুলিশ নিহত শিশুর পরিচয় শনাক্ত করতে পারেনি। শিশুটির পরিবার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

চিড়িয়াখানার কিউরেটর ড. মো. ওমর আলী বলেন, নিহত শিশুটি লালমনিরহাট জেলা থেকে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছিল। তবে নাম-পরিচয় জানা যায়নি।”

বিজ্ঞাপন

রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু স্বজনরা মৃতদেহ নিয়ে চলে যান। ফলে শিশুর পরিচয় জানা সম্ভব হয়নি।’

প্রত্যক্ষদর্শী ও চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে শিশু পার্কে কয়েকজন শিশু মিনি ট্রেনে চড়ছিল। হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়, ফলে শিশুটি নিচে পড়ে গুরুতর আহত হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শিশুর মৃত্যুর ঘটনা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়নি।

এদিকে এই দুর্ঘটনা রংপুর চিড়িয়াখানার বিনোদন সুবিধার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। অস্থায়ীভাবে গড়ে ওঠা বিনোদনের জন্য রাখা যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের অভাবে এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

পুলিশ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন, দুর্ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে শিশু পার্কের মিনি ট্রেন অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর