Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২২:১৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ০০:১৩

খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, পুরোনো বন্দোবস্তের নির্বাচনের মাধ্যমে দেশকে আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের জনতা প্রতিহত করবে। জুলাইয়ের এতো রক্ত ও জীবনের পরে দেশে কোন অবস্থাতেই আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তাই জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। নির্বাচনের আগে গণভোট হতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩ টায় পাওয়ার হাউজ মোড়ে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এরপর জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দল কে বিচারের আওতায় আনা ও বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং নির্বাচনের আগেই গণভোটের দাবীতে বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আব্দুল আউয়াল বলেন, দেশের যা অবস্থা তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নাই। আমরা বলবো, সরকারের আচরনের মাধ্যমে, সদিচ্ছার মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতো রক্তের মাধ্যমে অর্জিত জুলাই সনদের আইনীভিত্তি দিতে সমস্যা কোথায়?

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত ৫ দফা দাবি আদায়ের মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দীন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারী মাও. দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মো. ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাও. সাইফুল ইসলাম ভূইয়া প্রমুখ।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর