Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ, ফিলিস্তিনবাসীর সংগ্রামে চসিক মেয়রের সংহতি

স্পেশাল করসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৮:১৪

চসিক মেয়রের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় মেয়র রাষ্ট্রদূতকে প্রতীকী স্মারক উপহার দিয়ে ফিলিস্তিনের জনগণের সংগ্রামের প্রতি সংহতি জানান।

রোববার (২৬ অক্টোবর) সকালে নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে সিটি মেয়রের কার্যালয়ে উভয়ের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ উল্লেখ করে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। একজন মানবিক নাগরিক ও জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি—এই সময়ে তাদের পাশে দাঁড়ানো বিশ্বনেতৃত্বের নৈতিক দায়িত্ব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে ছিল এবং থাকবে। মানবতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া জাতি হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিকভাবে একাত্ম।’

এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে চট্টগ্রাম নগরবাসীর পক্ষ থেকে সংহতির প্রতীকী স্মারক উপহার দেন। জবাবে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনি জনগণের সংগ্রামে বাংলাদেশের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর