Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ৪ মৃত্যুর দিনে হাসপাতালে ভর্তি ১১৪০ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৮:০০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৮:৩৬

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৬৫ হাজার ৪৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের।

এর আগে, শনিবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর