ঢাকা: সহকারী উপজেলা/থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং শরীফ আল রায়হানকে মহাসচিব করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন সার্ভিস গঠনে সরকারি সিদ্ধান্তকে সংগঠনটি আন্তরিকভাবে সমর্থন জানায় এবং দ্রুত বাস্তবায়নের দাবি উত্থাপন করে। এতে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত কর্মকর্তাদের পেশাগত মর্যাদা ও প্রশাসনিক স্বতন্ত্রতা নিশ্চিত হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমানের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় উপজেলা ও সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পদোন্নয়ন ও আপগ্রেডেশন বিষয়ে আলোচনা করা হয় এবং উভয় পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি ঐক্য পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।