ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এইচ এম সাইফ আলী খানের বাবা বীর মুক্তিযোদ্ধা বারাকাত আলী খান (৯০) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সুস্থতা প্রত্যাশা করছে তার পরিবারসহ সুহৃদ মহল।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বারাকাত আলী খানের ছেলে সাইফ আলী খান সারাবাংলাকে এ তথ্য জানান।
এর আগে, রোববার (২৬ অক্টোবর) দুপুরে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত তাকে নিউরোসায়েন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
তিনি বলেন, ‘স্বাধীনতার মহান যুদ্ধে জীবন বাজি রেখে দেশ মা’কে রক্ষার জন্য অবদান রাখা এই প্রবীণ বীর যোদ্ধার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।’
তিনি আরও বলেন, ‘আমার বাবার সুস্থতার জন্য আপনাদের আন্তরিক দোয়া চাই। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।’
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আত্মত্যাগী এই বীর মুক্তিযোদ্ধার দ্রুত সুস্থতা প্রত্যাশা করছে তার পরিবারসহ সুহৃদ মহল।