Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় গাজ্জালী মুন্সী হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১২:২৮

গাজ্জালী মুন্সী হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি এলাকাবাসীর।

পাবনা: পাবনার ফরিদপুরে গাজ্জালী মুন্সি হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন বিক্ষোভ হয়েছে।

মঙ্গলবার ( ২৯ অক্টোবর) সকালে উপজেলার মধ্য পুংগলী গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব বিরোধের জেরে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ হয়৷ এতে বেশ কয়েকজন আহত হয়। এতে গুরুতর আহত গাজ্জালী মুন্সীকে হাসপাতালে নেবার পথে মারা যায়। ঘটনায় উভয়পক্ষ থানায় মামলা দায়ের করলে পুলিম দু’জনকে গ্রেফতার করে।

স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, হত্যায় জড়িত মূল আসামিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। পুলিশ তাদের গ্রেফতার করছে না। অবিলম্বে গাজ্জালী মুন্সী হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য দেন, নিহতের মেঝো ভাই ইউনুস আলী, হারিম মুনসি, নিহতে স্ত্রী শিউলি বেগম, মা বেলি খাতুনসহ অনেকে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর