Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজ শিক্ষার্থীদের কোরআন উপহার দিল ছাত্রশিবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৪:৫৬

শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন উপহার দেওয়া হয়েছে। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন উপহার দেওয়া হয়েছে। সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ছাত্রশিবিরের কলেজ শাখার পক্ষ থেকে শহরের কলেজ ক্যাম্পাসে কোরআন শরীফ বিতরণ করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি মো. ফাহিম বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম।

এসময় উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল‌ ওবায়দুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজেন্দ্র কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, শহর শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সাহিত্য সম্পাদক দিদারুল হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষার্থীরা ছাত্রশিবিরের কোরআন উপহার কর্মসূচির ‌প্রশংসা করেন। এর মাধ্যমে মুসলিম ধর্মালম্বী সাধারণ শিক্ষার্থীরা অর্থসহ কুরআন পড়তে আগ্রহী হবেন বলে জানান অনেকে। এ সময় ৮৫০ জন শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে কুরআন শরীফ তুলে দেওয়া হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর