Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৫:৩৮

সভাং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিষয়ে আলোচনা হয়। ছবি: সারাবাংলা

নওগাঁ: নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চুরি-ডাকাতি, সড়ক দুর্ঘটনা, মাদকের বিস্তার, অবৈধ ইট ভাটা ও মাটি কেটে পুকুর খনন, সোশ্যাল মিডিয়ায় গুজব (টাইফয়েড টিকাদান কার্যক্রম), কিশোর গ্যাং, ইভটিজিং, সামাজিক নিরাপত্তা, ধর্মীয় উস্কানি, মেলা, ইসলামী মাহফিল, রাজনৈতিক সভাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় নওগাঁর শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে হলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডগুলো কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে অংশীজনরা মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় লিপিবদ্ধ হওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপগুলো দ্রুতই মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

বিজ্ঞাপন

সভায় গত পাঁচ বছরে জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আনুপাতিক হার তুলে ধরে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, বর্তমানে সারাদেশের মধ্যে এবং গত পাঁচ বছরের তুলনায় চলতি বছর নওগাঁয় অপরাধমূলক কর্মকাণ্ড অনেক কম হয়েছে। তাই সবার সার্বিক সহযোগিতা নিয়ে আগামীতেও নওগাঁর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অঙ্গিকার ব্যক্ত করেন জেলা পুলিশের এই প্রধান কর্মকর্তা।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিভিন্ন দফতরের প্রধান, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমাজের প্রতিনিধিরা।
এছাড়াও সভায় সিভিল সার্জন, সেনাবাহিনীর কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, জেলাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জেলায় পরিণত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সব স্তরের মানুষের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। জেলাবাসীকে অহেতুক কোনো গুজবে কান না নিয়ে সঠিক তথ্যটি খুজে বের করে সংশ্লিষ্ট দফতরকে অবগত করার আহ্বান জানান তিনি।

জেলার প্রতিটি নাগরিককে আধুনিক নওগাঁ বিনির্মাণে এবং প্রতিটি স্তরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনে অনুরোধ জানান জেলার এই প্রধান কর্মকর্তা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর