Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নতুন সভাপতি রাহেলা জাকির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৬:৩৯

রাহেলা জাকির। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন সভাপতি পদে রাহেলা জাকিরসহ পুরো প্যানেল ।

কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি তৌফিকা রশিদ, পরিচালক কে এম তৌহিদুল ইসলাম, মতিয়ার রহমান, মো. আশরাফ হোসেন আনসারী (বিপ্লব), সৈয়দ মনিরুজ্জামান, এসএম ফাহাদুল ইসলাম ও মোসা. নিলুফা ইয়াসমিন খানম।

সোমবার (২৭ অক্টোবর) রাতে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী ও বাসাইল উপজেলা সমবায় অফিসার মীর ময়-ই-নুল হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় এ কমিটির সদস্যদের নির্বাচিত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ২১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৯ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা, ৮ ও ৯ অক্টোবর নির্বাচনী মনোনয়নপত্র বিতরণ, ১০ অক্টোবর জমা প্রদান, ১৬ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৬ অক্টোবর বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ও ২৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ঘোষণা করা হয়।

সারাবাংলা/জিজি