Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগে বাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৭:২৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২০:১৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাজারীবাগে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে অর্কিত রাজবংশী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২ টার দিকে হাজারীবাগ ভাগলপুর লেনের শিশুটির ফুফুর বাসায় এ ঘটনা ঘটে।

দেখতে পেয়ে স্বজনরা ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির ফুপু প্রিয়া রাজবংশী বলেন, ‘আমাদের বাসা হাজারীবাগ ভাগলপুর লেন জেলেপাড়া এলাকায়। আমার ও ভাই রানা রাজবংশীর বাসা পাশাপাশি। ভাইয়ের একমাত্র ছেলে অর্কিত। দুপুরে অর্কিতের মা অন্তরা তাকে দিয়ে কিছু মাছ আমার বাসায় পাঠায়। সে মাছ দিয়ে চলেও যায়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর খবর পাই, অর্কিত আমাদের ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছে। দৌড়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ অর্কিত কখন যে ছাদে গেছে তা টের পাননি তার ফুপু।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর