নরসিংদী: বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ- সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, নির্বাচন যেন না হয়। পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ যেন ফিরে আসতে পারে সে জন্য পর্দার অন্তরালে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে। একটা অংশ চায় আবার বাংলাদেশকে আধিপত্যবাদের দাস বানাতে। একটা অংশ চায় গুম-খুনের মাধ্যমে আবারও ফ্যাসিবাদকে চাপিয়ে দিতে।
মঙ্গলবার(২৮ অক্টোবর) বিকালে নরসিংদীর মনোহরদী অডিটোরিয়ামে আয়োজিত যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আরেক অংশ জান্নাতের টিকিট বিক্রির নামে জনগনকে ধোকা দিয়ে রাজনৈতিক মাঠে নতুন নতুন তত্ত্ব হাজির করে নির্বাচন বানচালের পায়তারা করছে। তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে কোনো অপশক্তি যেন আবার এক এগারোর মতো কোন তৎপরতা চালাতে না পারে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে মানব প্রাচীর তৈরি করে সকল অপশক্তিকে রুখে দিতে হবে। আমরা খালেদা জিয়ার সেই কর্মী যারা দুঃসময়ে পালিয়ে যাই না।
মনোহরদী উপজেলা যুবদলের আহবায়ক নাদিম মাহমুদ বায়জিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল খালেক, সহ-প্রচার সম্পাদক এ. কে. এম বাছেদ মোল্লা ভুট্টো, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক জুয়েল প্রমুখ।
এরআগে মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পয়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আব্দুল কাদির ভূইয়া জুয়েল। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী অডিটোরিয়ামে এসে শেষ হয়।