Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝাঁকুনিতে মেট্রোরেল চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ২২:৪৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ২২:৪৬

ঢাকা: কারিগরি ত্রুটির কারণে কারওয়ানবাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার রাত ৯টা ১০ মিনিটে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।

মেট্রোরেল এমআরটি-৬ এর উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত পৌনে ১০টার দিকে তিনি বলেন, ‘বিজয় সরণি-ফার্মগেট সেকশনে একটা ঝাঁকুনি হওয়ায় মেট্রোরেল চলাচল স্থগিত রাখা হয়েছে। তবে, এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

মেট্রো পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা জানান, রাত ৯টা ১০ মিনিটে একটা ঝাঁকুনি হয়। তবে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল অব্যাহত আছে বলে তারা জানিয়েছেন। রাত ১০টায় এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ওই অংশে মেট্রো চলাচল বন্ধ ছিল।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রো স্টেশন থেকে ফিরে যাওয়া যাত্রীরা এতে চরম দুর্ভোগে পড়েন। এদিকে রাতে বৃষ্টি হওয়ায় বাসে প্রচুর ভিড় থাকায় দুর্ভোগের মাত্রা দ্বিগুণ হয়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর