লালমনিরহাট: তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এক ব্যতিক্রমী ফ্ল্যাশমব ও মানববন্ধন করেছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন জেন-জি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে লালমনিরহাটের মিশন মোড় চত্বরে এই কর্মসূচি পালন করে তরুণরা।
নাচ, অভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তরুণদের ফ্ল্যাশমবটি অনুষ্ঠিত হয়। এতে তারা তিস্তা নদীর সংকট, মানুষের জীবিকা হারানোর আশঙ্কা এবং নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে। ওই আয়োজনে লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্বেচ্ছাসেবী তরুণরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা নদী শুধু একটি নদী নয়—এটি উত্তরবঙ্গের জীবন, কৃষি, সংস্কৃতি ও ভবিষ্যতের প্রতীক। নদী বাঁচানো মানেই আমাদের অস্তিত্ব রক্ষা করা। তিস্তা নদী আমাদের জীবনের অংশ, আমাদের ইতিহাস ও সংস্কৃতির শিকড়। একসময় এই নদী ছিল কৃষির উৎস, ছিলো অর্থনীতির চালিকা শক্তি। কিন্তু আজ সেই তিস্তা হয়ে উঠেছে অভাব-অনটন ও দুর্ভোগের প্রতীক। নদীভাঙন আর বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, হারিয়েছে জীবিকা ও আশ্রয়।
বক্তারা বলেন, বিগত সরকার বিলাসবহুল প্রকল্পে হাজার কোটি টাকা ব্যয় করলেও রংপুর অঞ্চলের মানুষের কষ্ট লাঘবে কোনো উদ্যোগ নেয়নি। আমরা তরুণ প্রজন্ম ওই বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছি। আমাদের দাবি, আগামী জাতীয় নির্বাচনের আগেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করতে হবে।
জেন-জি লালমনিরহাট এর আহ্বায়ক শহিদ ইসলাম সুজনের সভাপতিত্বে মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সাবেক সদস্য সচিব হামীদুর রহমান, জেন-জি লালমনিরহাট এর সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ন সদস্য সচিব মৃদুল হাবীব,যুগ্ন-আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন, সদস্য কামরুজ্জামান সুমনসহ অন্যান্যরা বক্তব্য দেন।
ফ্ল্যাসমব পরিচালনা করেন ঝংকার যুব সাংকৃতিক সংগঠনের সাধারন সম্পাদক শিব সুন্দর বর্মন। সঞ্চলনা করেন জেন-জি লালমনিরহাটের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান শাকিল।