বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন রাবার বাগান থেকে এক রোহিঙ্গার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে স্থানীয়রা বাগানের একটি অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
নিহত রোহিঙ্গা ব্যক্তির নাম আব্দুল শুক্কুর (৩৯)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা রেজিস্টার ক্যাম্প–২ ইস্ট, ব্লক–ডি/৪–এর বাসিন্দা। তার পিতার নাম সায়েদ আলম।
স্থানীয় অনিসুর মোস্তফা বলেন, ‘দুপুরে রাবার বাগানের দিকে গেলে দেখি একজন গাছে ঝুলে আছে। পরে চিনতে পারি উনি রোহিঙ্গা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।’
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাসরুরুল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
                                     
                         
                         
                        