Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ভারতের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫ ১৮:২১

ডা. জাকির নায়েক। ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরে মালয়েশিয়া থেকে ঢাকায় আসতে পারেন ডা. জাকির নায়েক। তবে তার সফরকে নিয়ে বার্তা দিয়েছে ভারত। বাংলাদেশে জাকির নায়েক পা রাখলে তাকে ভারতের কাছে তুলে দেওয়ার আশা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল।

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।’

বিজ্ঞাপন

জাকির নায়েক দেশত্যাগী হন ২০১৬ সালে। সেই বছরেই তার বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন দেশবিরোধী কাজ ও ধর্মের নামে ঘৃণা ছড়ানোর গুরুতর অভিযোগ আনা হয়। জাকির তখন থেকেই দেশত্যাগী। সেই থেকে তিনি প্রধানত মালয়েশিয়ায় থাকেন।

তাকে দেশে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়ার কাছে ভারত আনুষ্ঠানিকভাবে অনুরোধও জানিয়েছে। ভারতের অভিযোগ, অর্থ পাচার ছাড়াও ২০২০ সালের দিল্লি দাঙ্গায় তার উসকানি ছিল। ইন্টারপোল যাতে তার বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিশ’ জারি করে, সে জন্যও ভারত উদ্যোগী। গত মার্চ মাসে জাকির নায়েকের প্রতিষ্ঠা করা সংগঠন ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। ঘৃণাভাষণের জন্য যুক্তরাজ্য ও কানাডা তাকে নিষিদ্ধ করেছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর