Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ জিতে কত প্রাইজমানি পাচ্ছে ভারত?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১২:৩৬ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১২:৩৭

বিশ্বকাপ জিতে বড় অংকের প্রাইজমানি পাচ্ছে ভারত

এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানির পরিমাণটা ছিল অন্য যেকোনো বারের চেয়ে বেশি। অবিশ্বাস্য এক টুর্নামেন্ট শেষে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছে ভারতের মেয়েরা। বিশ্বকাপ জেতার পাশাপাশি তাই বিশাল অংকের প্রাইজমানিও পাচ্ছেন হারমানপ্রীত-জেমিমাহরা।

মুম্বাইয়ের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছেন তারা। নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডে বিশ্বকাপও জেতা হলো তাদের।

বিশ্বকাপ জেতার সুবাদে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি ২৬ লাখ টাকা) পেয়েছে হারমানপ্রীতের দল। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য মেয়েদের দলকে দিয়েছে আরও বড় সুসংবাদ।

বিজ্ঞাপন

বিশ্বকাপ জেতার সুবাদে ভারতীয় নারী দল বোর্ড থেকে পাচ্ছে ৫১ কোটি রুপি, বাংলাদেশি টাকায় যা প্রায় ৭০ কোটি টাকা! সব মিলিয়ে তাই বিশ্বকাপ জিতে এক রাতেই ১২৫ কোটি টাকা নিশ্চিত করেছে ভারতীয় নারী ক্রিকেট দল।

ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘জয় শাহ বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে নারী ক্রিকেটে অনেক পরিবর্তন এনেছেন। ছেলে ও মেয়েদের সমান বেতনের (আসলে অর্থ পুরস্কার) ব্যবস্থা করা হয়েছে। গত মাসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ মেয়েদের টুর্নামেন্টের অর্থ পুরস্কার ৩০০% বাড়িয়েছেন। আগে এই পুরস্কার ছিল ২৮ লাখ ৮০ হাজার ডলার, এখন তা বাড়িয়ে ১ কোটি ৪০ লাখ ডলার করা হয়েছে। এসব পদক্ষেপ নারী ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়েছে। বিসিসিআইও খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফসহ পুরো দলকে ৫১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে।’

বিজ্ঞাপন

আগামী মার্চে বিশ্ব ইজতেমা
৩ নভেম্বর ২০২৫ ১৯:০৭

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর