Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আসতে পারে প্রার্থীর ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৩:২৯ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৫:০১

ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করার শেষ পর্যায়ে পৌঁছেছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক চলছে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত আছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে চূড়ান্ত তালিকা যাচাই-বাছাই এবং আলোচনার পর প্রথম দফায় প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। বিকেল সাড়ে তিনটার দিকে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

এর আগে রোববার (২ নভেম্বর) এক সভায় দলের প্রধান তারেক রহমান বলেন, “জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। দেশের ৩০০ আসনে বিএনপি দলীয় বা সমর্থিত প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।”

দলীয় নেতারা জানিয়েছেন, প্রার্থী চূড়ান্তকরণে স্থানীয় পর্যায়ের প্রতিবেদন, জনপ্রিয়তা, দলের প্রতি আনুগত্য ও আন্দোলনকালীন ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর