নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি সীমানাবর্তী মেঘনা নদীর টাংকির খাল এলাকায় অভিযান চালিয়ে চারটি কার্গোবোট বোঝাই ১৪০টন কয়লাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। জব্দকৃত কয়লার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
সোমবার (৩ নভেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করে হাতিয়া কোস্টগার্ডের একটি দল।
আটক ব্যক্তিরা হলেন, হাতিয়ার কলাপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত (২৯) ও চরঈশ্বর ইউনিয়ন ১নং ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে শাহেদ মিয়া (৩৩)।
কোস্টগার্ড জানায়, ওই কয়লা চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ হতে অবৈধ উপায়ে ক্রয় করা হয়েছে। জব্দকৃত কয়লা, চোরাই কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি সীমানাবর্তী মেঘনা নদীর টাংকির খাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরর্বতী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপকূলীয় এলাকায় অপরাধ দমনে এধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্টগার্ড।