Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় ভিপি সাইফুলের মিষ্টি বিতরণ

স্পেশাল করেসপডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৭:২১ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৮:০৫

মিষ্টিমুখ করাচ্ছেন ভিপি সাইফুল ইসলাম। ছবি: সারাবাংলা

বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ধানের শীষের প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে শহরতলী বনানী ও পৌরসভার ১২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে তিনি বলেন, ‘বগুড়াবাসির প্রাণের দাবি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়া বগুড়া থেকে নির্বাচন করবেন। এটি এখন বাস্তবে রূপ নিয়েছে। বগুড়ার মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। সে কারণে বগুড়ার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আমরা সকলেই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য নির্বাচনে কাজ করছি। বগুড়ার মানুষ বার বার ধানের শীষের প্রার্থীদেরকে ভোট দেন। সে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বারবার জয়লাভ করেছেন।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেওয়া দরকার। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, রুহুল আমিন সুমন, আব্দুল মতিন কাজি, যুবনেতা রাঙ্গা, ছাত্রনেতা রবিউল আওয়াল, মুন্না, শিমুল ইসলাম জকি, আরিফিন প্রমুখ।