Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই সনদ আদেশ জারি ব্যতীত জনগণ নির্বাচন মেনে নেবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৯:১৮ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৯

কাকরাইল-রমনা এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগকালে জামায়াতের সদস্যরা।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) ড. হেলাল বলেছেন, জুলাই সনদ আদেশ জারি ব্যতীত জনগণ নির্বাচন মেনে নেবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হচ্ছে জুলাই সনদ।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা-৮ সংসদীয় এলাকার কাকরাইল-রমনা এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে সম্ভব নয়। একজন ভোটার গণভোটের সবগুলো প্রস্তাব পড়ে, বুঝে ভোট দেওয়ার জন্য যেই সময়ের প্রয়োজন একই দিনে জাতীয় নির্বাচন হলে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সময়-সুযোগ পাবে না। ফলে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটিই প্রশ্নবিদ্ধ হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যারা বলে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হলে তিন হাজার কোটি টাকা বাচঁবে তাদের কাছে শহিদদের রক্তের চেয়ে টাকার মূল্য বেশি। তারা শহিদদের স্বীকার করে না, শহিদের রক্তকে সম্মান করে না। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে আবারো ফ্যাসিবাদের উত্থান ঘটবে, শহিদদের রক্ত বৃথা যাবে।’

পথসভা শেষে ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে উপস্থিত নেতারা কাকরাইল, রমনা এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, দোকান কর্মচারী ও পথচারীদের মাঝে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ করেন।

বিজ্ঞাপন

পল্টন মোড়ে ৮ দলের সমাবেশ আজ
১১ নভেম্বর ২০২৫ ০৮:২৩

আরো

সম্পর্কিত খবর