Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের আগে গণভোট নয়: বিএনপি প্রার্থী শহিদুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৯:৪৪

বক্তব্য দিচ্ছেন শহিদুল ইসলাম বাবুল। ছবি: সারাবাংলা

ফরিদপুর: কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচনের আগে কোনো গণভোট নয়। এটা সব দলই মেনে নিয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে জামাতও মেনে নেবে।

তিনি বলেন, পদ্মা সেতু হওয়ার পর অবহেলিত ভাঙ্গায় কোনো উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে এই অঞ্চলের নারীদেরকে অগ্রাধিকার দিবেন। বেকার যুবকদের কর্মসংস্থান করার সুযোগ করে দেবেন। এছাড়াও তিনি ভাঙ্গা একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখানে অন্য কোনো প্রিয় দলীয় নেতার ছবি সম্মিলিত পোস্টার বা ব্যানার টানিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নাই।’ তিনি সবাইকে এক কাতারে এসে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি মনোনয়ন পরবর্তী তার নিজ সংসদীয় আসন ফরিদপুর-৪ আসনে গণসংবর্ধনাকালে বুধবার (৫ নভেম্বর) এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তিনি আসনটির সদরপুর ও চরভদ্রাসনে পথসভা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর