Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে ভিপি সাইফুলের গণসংযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ২১:১৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ২১:৫২

গণসংযোগকালে মিষ্টিমুখ করাচ্ছেন ভিপি সাইফুল ইসলাম। ছবি: সারাবাংলা

বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, লিফলেট ও মিষ্টি বিতরণ করলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় তিনি বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানকে বিপুল ভোটে জয়ী করতে লিফলেট ও মিষ্টি বিতরণ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, ‘বিএনপির চেয়ারমপার্সন বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হওয়ায় জনগণের মাঝে আনন্দ-উল্লাস বয়ে যাচ্ছে। দিন যত ঘনিয়ে আসনে উল্লাস আরো বেড়ে যাচ্ছে। বগুড়া-৬ সদর আসেন ভোটের মাঠে বিএনপির প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীকে খুঁজে পাওয়া যাবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইতিমধ্যে জেলায় ধানের শীষ প্রতীকের গণজোয়ার বইতে শুরু করেছে। আমরা জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে বলছি আপনাদের নেতা তারেক রহমান নির্বাচনে প্রার্থী হয়েছেন। তারা এ কথা শোনার পর ঘর থেকে বের হয়ে তারেক রহমানের হয়ে কাজ করছেন। তারা বলছেন, দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারিনি। আমরা ভোটের ক্ষুধার্ত। ভোটের জন্য অধীর আগ্রহে বসে আছি। আমরা সর্বচ্চো ভোটে তারেক রহমানকে বিজয়ী করবো।’

এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মাহমুদ শরীফ মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, রাশেদুল ইসলাম, যুবনেতা নুর মোঃ রাঙ্গা, ছাত্রনেতা, রবিউল আওয়াল, শেখ যুবায়েত হাসান নাহিদ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর