বেনাপোল: খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র অধীনস্থ শার্শা থানার দৌলতপুরের গোগা ও কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৩১৩ বোতল ভারতীয় উইনক্রেক্স সিরাপ এবং ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিজিবি’র পৃথক অভিযানে এসব উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, শুক্রবার দৌলতপুর, গোগা এবং কায়বা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩১৩ বোতল ভারতীয় উইনক্রেক্স সিরাপ এবং ২৭ বোতল ভারতীয় মদ আটক আটক করা হয়েছে। তবে কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানিসহ সব রকমের চোরাচালান বন্ধে বিজিবি’র এ অভিযান অব্যাহত থাকবে।