কুমিল্লা: কুমিল্লা মহানগরীতে অভিযান পরিচালনা করে নাইন এমএম পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা আলিফকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও র্যাবের যৌথ টিম।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর মহানগরীর ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন চৌধুরীপাড়ার সানমুন টাওয়ারের ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক।
যৌথ বাহিনীর সূত্র জানায়, প্রথমে সেনাবাহিনীর একটি দল আলিফের বাসায় অভিযান পরিচালনা করে তল্লাশি চালায় এবং অস্ত্রটি উদ্ধার করে। পরে র্যাবের সহযোগিতায় যৌথভাবে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আলিফ কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, আলিফের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাকে জিজ্ঞেসাবাদ শেষে কুমিল্লা মডেল থানায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি যৌথবাহিনি একটি নাইন এমম পিস্তলসহ সেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে। তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি। আমাদের কাছে হস্তান্তর হলে আইনি পক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।