নীলফামারী: নীলফামারীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার ঢেলাপীরসংলগ্ন কাদিখোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তবে কোন ট্রেন কখন তাকে চাপা দিয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সকালে রেললাইনের পাশে নারীর লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হবে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।