এবারের এশিয়া কাপ ছিল বিতর্কে ভরপুর। টুর্নামেন্টের শুরু থেকে ফাইনালের ট্রফি বিতরণ, সবকিছুতেই ছিল ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফিও নেয়নি ভারত! এবার আইসিসির সভায় নেওয়া হলো বড় সিদ্ধান্ত। ট্রফি নিয়ে দুই দেশের দ্বন্দ্ব মেটাতে বিশেষ কমিটি গঠন করেছে আইসিসি।
এশিয়া কাপের শুরু থেকেই ভারত-পাকিস্তান দ্বন্দ্ব বেশ প্রভাব ফেলেছে টুর্নামেন্টে। তিনবার দেখা হলেও পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত। ফাইনালে পাকিস্তানের হারিয়ে শিরোপা জিতেছিল সূর্যকুমার যাদব।
ট্রফি জিতেও ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করেছে ভারতীয় দল! কারণে একটাই, ট্রফি দেওয়ার কথা ছিল পাকিস্তানের নাকভির।
শিরোপা জিতলেও তাই এখনো ভারতের কাছে নেই এশিয়া কাপের ট্রফি। আইসিসির বৈঠকে এই ইস্যুটা বেশ জোরালোভাবেই তুলে ধরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইসিসির সবশেষ বোর্ড মিটিংয়ে বিসিসিআই বিষয়টি তুলে ধরলে সংস্থাটির সব সদস্যই বলেন, ভারত ও পাকিস্তান বিশ্ব ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিজেদের সমস্যাগুলো শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে।
বেশ কয়েক ঘণ্টার আলোচনার পর এশিয়া কাপ ট্রফি বিতর্ক নিরসনে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা দ্রুতই বিষয়টির সমাধান করে ভারতের হাতে ট্রফি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে।