ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক (দফতরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বান আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।