Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার আরেকটি গণজোয়ার হবে: ইউনুস আহমদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২০:৫১ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ২০:৫৩

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র মেরামতের যে সুযোগ তৈরি হয়েছে তা কোনো ভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা যারা চব্বিশের জুলাইতে জীবনবাজী রেখে লড়াই করেছি তারা প্রয়োজনে মঙ্গলবার  (১১ নভেম্বর) আবারও রাজপথে গণজোয়ার তৈরি করব।

রোববার (৯ নভেম্বর) বিকেলে যুগপৎ আন্দোলনের পুর্বঘোষিত সমাবেশ বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

মহাসচিব বলেন, আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে বেলা ১১টায় আট দলীয় সমাবেশ শুরু হবে। এই সমাবেশে সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানসহ ৮দলের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, গত ২৫ অক্টোবর আন্দোলনরত ৮দলের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সেখানে আমাদের দাবি ও তার যৌক্তিকতা তুলে ধরেছি। আমরা প্রত্যাশা করেছিলাম, আমাদের দাবির গুরুত্ব অনুধাবন করে প্রধান উপদেষ্টা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমাদেরকে হতাশ হতে হয়েছে। তাই আমাদের পূর্বঘোষিত কর্মসূচি মাঠে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর