Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুদ্ধিজীবী কবরস্থান থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২০:০৫ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২০:৫৭

উদ্ধার পেট্রোল বোমা ও ককটেল।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে বিশেষ অভিযান চালিয়ে মজুদ করা ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র‌্যাব-২।

বুধবার (১২ নভেম্বর) সন্ধা ৬টার দিকে এ পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয় বলে র‌্যাব-২ এর মিডিয়া অফিসার অতিরিক্তি পুলিশ সুপার মো. শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‍্যাব-২ সিপিএসসির বিশেষ অভিযানে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।

শামসুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে- ১৩ নভেম্বর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়, রায়েরবাজার এলাকাসহ মোহাম্মদপুর এলাকায় নাশকতা করার জন্য ওই এলাকায় মজুদ করা হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, উদ্ধার হওয়া পেট্রোল বোমা ও ককটেলগুলো র‍্যাব হেডকোয়ার্টার বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে ধ্বংস করার প্রক্রিয়া চলমান রয়েছে।