মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় এক ল্যাবরেটরি টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত যুবকের নাম রতন আহমেদ (২২)। তিনি গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচর গ্রামের ভাড়াটিয়া আব্দুল জলিলের ছেলে। তার স্থায়ী বাড়ি বগুড়ায়। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাটেরচর এলাকায় ভাড়া থেকে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রতন আহমেদ গজারিয়া জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি চাকরি পরিবর্তন করে নারায়ণগঞ্জের মদনপুর এলাকার বারাকা হাসপাতালে যোগ দেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি ডিউটি শেষে বাসায় ফেরার পথে হত্যার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাত ১১টার দিকে ভাটেরচর ব্রিজের পশ্চিম ঢালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রতনকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে একজন ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে গজারিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া জেনারেল হাসপাতালের সূত্র জানায়, রতনের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত রতনের বাবা আব্দুল জলিল বলেন, “আমার ছেলের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা কিছুই পাওয়া যায়নি। হামলাকারীরা তাকে কুপিয়ে সব নিয়ে গেছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা থানায় মামলা করব।”
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম বলেন, “রাত ১১টার পর ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। রতনকে রক্তাক্ত অবস্থায় পাই। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি খুন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।”