Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার, গ্রেফতার ৩

স্পেশাল করেসপডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৫:০৬

গ্রেফতার হওয়া তিন মাদক কারবারি। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমান মাদকসহ তিন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত শহরের চকসূত্রাপুর কসাইপাড়া কলোনি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য বিক্রির সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান।

জানা যায়, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জানে আলম সাদিফ এবং র‌্যাব-১২-এর স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শহরের চকসূত্রাপুর কসাইপাড়া কলোনি এলাকায় প্রায় ১০০টি বাড়ি তল্লাশি করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে ১৭৮ বোতল দেশি মদ (কেরু), ৪৩ বোতল বাংলা মদ, ৪৪ কেজি গাঁজা, ৩৫ গ্রাম হেরোইন ও আট পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া মাদক কারবারে ব্যবহৃত ১৮টি ডিজিটাল ওয়েট মেশিন, তিনটি চাপাতি, একটি বার্মিজ চাকু, তিনটি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ এক লাখ ৪৩ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/আরটি/জিজি