বগুড়া: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বগুড়ায় সরকারি শাহ সুলতান কলেজে ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই অভিযান পরিচালিত হয়।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ এবং সদস্য সচিব হোসেন সোহাগের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শাহিন সাখাওয়াত চৌধুরী, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুপ কুমার কুন্ড, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মোখলেসুর রহমান মুকুলসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জাহিদ, রাসেল, জাকিরুল, রবিউল ইসলাম, রাফি, রাজু, আবু হাসান, সুমন, সাদিয়া, আশিক, আদিল, সাগর প্রমুখ।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে সমাজে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও দেশপ্রেমের মানসিকতা গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।