Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৬:৪০

গ্রেফতার ডাকাত চক্রের ৪ সদস্য।

কুমিল্লা: কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা উপজেলার কেরনখাল কাঠবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, একটি মাইক্রোবাস ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন—ফারুক ওরফে জজ মিয়া (৩৭), বাবুল ওরফে সেলিম (৪৮), সুজন চন্দ্র সরকার (২৫) এবং আব্দুর রশিদ (৫৫)। এদের মধ্যে ফারুক ওরফে জজ মিয়ার বিরুদ্ধে ১৭টি মামলা, বাবুলের বিরুদ্ধে ১টি মামলা এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ বলেন, ‘জেলায় ইদানীং ডাকাতি বেড়ে গিয়েছে। তাই আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ মামলার আসামি জজ মিয়া সহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদেরকে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। মানুষের জানমালের নিরাপত্তায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সবসময় সক্রিয়ভাবে কাজ করছে।’

সারাবাংলা/এসডব্লিউ