বান্দরবান: ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বান্দরবান ডায়াবেটিকস সমিতির আয়োজনে জেলা সদরের ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ডায়াবেটিকস হাসপাতালের সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রশিদ, অর্থ সম্পাদক খোরশেদ আলম, সদস্য বেলাল হোসেন, হাসপাতালের কনসালটেন্ট ডা. অংচালু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, ২০০২ সালে থেকে বান্দরবানের কিছু সমাজসেবক বান্দরবানের ডায়াবেটিস হাসপাতাল করার উদ্যোগ নেয়। ২০০৯ সালের দিকে বর্তমান মহিলা ক্লাবে দুটি ভাঙ্গা রুমে হাসপাতালের যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১১ সালে ভবনটি নির্মাণ হলে বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল পূর্ণতা লাভ করে। বক্তারা আরও বলেন, বিগত আমলে বান্দরবানের ডায়াবেটিস হাসপাতাল থাকলেও তা ছিল নামে।
বান্দরবানের যে একটি ডায়াবেটিকস হাসপাতাল আছে তা অনেক মানুষে জানতো না। কংক্রিটের পিলারের উপর চার দেয়াল নিয়ে দাঁড়িয়ে থাকা হাসপাতালটি শুধু ছিল বোবার মত, ছিল না অভিজ্ঞ ডাক্তার, ছিল না কর্মচারী ও জনবল। বর্তমানে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ধারা মোট আটজন দক্ষ জনবল নিয়ে বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল পরিচালিত হচ্ছে।
এসময় ডায়াবেটিস হাসপাতালের কনসালটেন্ট ডা. অংচালু ডায়াবেটিকস ও অন্যান্য রোগ সংক্রান্ত বিভিন্ন পরামর্শমূলক কথা তুলে ধরেন।