Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে দুর্বৃত্তদের নাশকতার চেষ্টা

স্পেশাল করেসপডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৭:১৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৮:৩৪

ছবি: সারাবাংলা

বগুড়া: ঢাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ডাকার পর বগুড়ার গাবতলীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে লাইনের দুটি ফিশপ্লেট খোলা অবস্থায় রয়েছে।

এরআগে বুধবার (১২ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার সুখানপুকুর ও সৈয়দ আহমদ কলেজে স্টেশনের মাঝামাঝি নতুনপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা ফিশপ্লেটগুলো পুনরায় স্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক করেছেন। অল্পের জন্য বড় ধরনের রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রেলযাত্রীরা। এটি দুর্বৃত্তদের ইচ্ছাকৃত নাশকতার চেষ্টার কারণ হতে পারে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। বগুড়া জেলার স্টেশনসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর