বগুড়া: আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও বিশৃঙ্খলার বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ ও প্রতিরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বগুড়া সরকারি আজিজুল হক কলেজে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে লকডাউন প্রতিরোধে শহরে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তবে লকডাউনের ঘোষণা দিলেও বগুড়ায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরে যান চলাচল ছিল স্বাভাবিক। জেলাজুড়ে আইন-শৃঙ্খলাবাহিনী ছিল সর্বোচ্চ সতর্কতায়।
এদিন সরকারি আজিজুল হক কলেজের কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন ও শামীম রেজা।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার এইচআরডি সম্পাদক ও কলেজ শিক্ষার্থী আল জাবের হক্কানী, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর যুগ্ম আহ্বায়ক সিফাতুল্লাহ, ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং কলেজ সেক্রেটারি সাকিব হাসান তামিম।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। যতবার আওয়ামী লীগ মাথা চাড়া দেবে, ততবার ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দ্রুত জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। গণভোটের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। কর্মসূচিতে সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এদিন সকাল থেকে শহরের বিভিন্ন মোড়ে ছিল পুলিশের কড়া নজরদারি। পুলিশের পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেয়। লকডাউনের ঘোষণা দিলেও বগুড়ায় কোথাও আওয়ামী লীগের মিছিল চোখে পড়েনি। শহরের ব্যবসা প্রতিষ্ঠানসহ যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।